শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ট্রলি চালকের নিহত হয়েছেন। গতকাল শনিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকার ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফারুক হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার সূর্যদী এলাকার আব্বাস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারুক হোসেন নকলার পাইস্কা বাইপাস এলাকায় দেশ ফিলিং স্টেশন থেকে ট্রলিতে জ্বালানি তেল নেয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ায়।
এ সময় জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাদি এন্টারপ্রাইজের বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফারুক হোসেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড