মোঃ রেজোয়ান ইসলাম, নীলফামারী
নীলফামারী ডোমার উপজেলার মটুকপুর ইউনিয়নে একটি জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস এবং জুয়া খেলার সামগ্রীসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (৬ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৬ নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মধ্যপাড়া বাঁশ ঝাড় ও ইউক্যালিপটাস বাগানে তাস ও টাকাসহ আটক করে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলমগীর হোসেন (২৫), মোঃ সুজন ইসলাম (২৭), মোঃ নিশাদ আলী (৩০), মোঃ রানা ইসলাম (২৬)।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী দৈনিক অধিকারকে বলেন, জুয়া খেলার আসর থেকে বায়ান্নটি কাগজের তাস, চার হাজার একশত ষাট টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড