কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে টানা শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রার পারদ। গতকাল শুক্রবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান।
সকাল থেকে মধ্য বেলাতেও দেখা মিলছে না সূর্যের। যদিও কিছুক্ষণ উঁকি দিচ্ছে সূর্য কিন্তু নেই কোনো উত্তাপ। চারপাশ জুড়ে থাকছে কুয়াশার দাপট। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে কয়েকগুণে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না জনসাধারণ। যারা বের হচ্ছে তারাও গরম কাপড় পরে শীতের প্রস্তুতি নিয়েই বের হচ্ছে। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। টান পড়ছে আয় রোজগারে।
শীতজনিত রোগের প্রার্দুভাব বাড়ছে। প্রতিনিয়ত নতুন নতুন রোগী আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। আবার ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষি কাজও। ধানের বীজতলা তৈরি, ভুট্টা ও আলুসহ বিভিন্ন কাজ করছেন কৃষকরা। ফলন বিপর্যয়ের আশঙ্কা করেছে কৃষকরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত দুদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড