অধিকার ডেস্ক
ঘন কুয়াশায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ঘন কুয়াশা পড়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে ছিল ট্রাক, নোহা, মাইক্রোবাস ও ড্রাম ট্রাক। নোহা গাড়ির চালক ইয়াছির আলী ও যাত্রী সালাম এবং শিহাবের মৃত্যু হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড