কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীত নিবারণের চেষ্টায় আগুন পোহাতে গিয়ে চাহারন নেসা নামে এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছেন। এতে তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পুটিমারি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধ চাহারন নেসা (৭০) আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের মৃত ঝড়ু মিস্ত্রীর স্ত্রী।
বৃদ্ধার স্বজনরা জানিয়েছে, নিজের মেয়ের বাড়ি পুটিমারি গ্রামে বেড়াতে গিয়েছিল চাহারন। শুক্রবার সকালে শীত নিবারণ করতে খড়কুটো জ্বালায় শিশুরা। সেখানে আগুন পোহাতে বসেন ওই বৃদ্ধা। এ সময় অসাবধানতাবশত শাড়ির আঁচলে আগুন লেগে যায়। সেখান থেকেই শরীর ঝলসে যায় আগুনে। পরে তাকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থান আগুনে পুড়ে গেছে। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড