• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

লোহাগড়ায় তিন ডাকাত গ্রেফতার

  শিমুল হাসান, নড়াইল

০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৩
লোহাগড়ায় তিন ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিরা (ছবি : অধিকার)

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় লোহাগড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিং বিষয়টি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ গত বৃহস্পতিবার দিনে ও রাতে বাগেরহাটের কচুয়া থানায় অভিযান চালিয়ে গজালিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে ডাকাত দলের সদস্য ফেরদৌস শেখ (৩৪), বাগেরহাট থানার খানপুর গ্রামের ইউনুস হালদারের ছেলে জিয়া হালদার (৪১) ও নড়াইলের লোহাগড়া থানার চরলংকারচর গ্রামের জ্বলিল গাজীর ছেলে বাহার গাজীকে (২৩) গ্রেফতার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, লোহাগড়া থানার চরবকজুড়ি গ্রামের রজিবর রহমানের ছেলে নাহিদ আলমের বাড়িতে গত বছর ৫ আগস্ট রাতে ডাকাতি সংঘটিত হয়।

দিনমজুর নামধারী ডাকাতরা রাতের খাবারের সাথে অচেতন করবার ঔষধ মিশিয়ে দিয়ে ওই বাড়ির সদস্যদের অজ্ঞান করে প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগী নাহিদ আলম লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। যার নং-৭, তারিখ-০৬/৮/২০২২।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া জানান, বাড়ির খাবার জানালার পাশে বা উন্মুক্ত স্থানে রাখা ঝুঁকিপূর্ণ। সকলকে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড