আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ স্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাপায় গোলাম মোস্তফা নামে (৫৫) একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে দুর্ঘটনাটি ঘটে।
নিহত গোলাম মোস্তফা হোসেনাবাদ গ্রামের বাসিন্দা এবং সে হোসেনাবাদ বাজারে একটি পরিবহনের টিকেট কাউন্টারে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম মোস্তফা হোসেনাবাদ বাজারের রাস্তার পাশে একটি গুড়ের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় স্যালো ইঞ্জিন চালিত দ্রুতগতির একটি স্টিয়ারিং ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম মোস্তফাকে চাপা দেয়।
এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যান। ঘটনার পরপরই ঘাতক ট্রলির ড্রাইভার পালিয়ে যায়। ইঞ্জিন চালিত ঘাতক ট্রলিটি একই এলাকার আসলাম হোসেনের বলে জানা গেছে। দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড