নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার (নরসিংদী)
নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে নজরুল ইসলাম (৪৫) নামে জাল টাকা মামলার এক আসামি পালিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম বিচারক নাহিদুর রহমান আদালতের সামনে থেকে এই পলায়নের ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া আসামি নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও নরসিংদীর মনোহরদী থানার জালনোট মামলার চার্জশিটভুক্ত ৫নং আসামি।
পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার জাল নোট মামলার আসামি নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার চার্জশিটভুক্ত আসামী নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা বয়স্ক ও অসুস্থ এক পুলিশ সদস্যকে কৌশলে ফাঁকি দিয়ে আসামি নজরুল ইসলাম পালিয়ে যায়।
পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড