শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভিত্তিপ্রস্তরের জন্য দুই দিনের সফরে আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় মন্ত্রী সিলেট নগরীর হোটেল নির্মানা ইন এ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতি সিলেট, চট্টগ্রাম, ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মেলনে যোগ দিবেন।
এছাড়া মন্ত্রী শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মুসলিম নগর-নলজুরি রাস্তার শান্তিনগর খালের উপর পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আসামপাড়া-সাংকিভাঙ্গ রাস্তায় সালাম মুরব্বির বাড়ির সামনে পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পিরিজপুর-সোনারহাট-মনরতল রাস্তায় উনাইখালের ভাঙ্গায় ব্রিজের ভিত্তিপ্রস্তর করবেন। পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গোয়াইনঘাট-সালুটিকর রাস্তার বঙ্গবীর, তোয়াকুল ও পর্বতপুরে ৩ ব্রিজের ভিত্তিপ্রস্তর করবেন। মানাউরা-বালিদার খালের উপর পিআইও ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়াও নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড শাখার বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সফর সূচির বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড