শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে শীতের সকালে বাচ্চাদের সাথে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সাইমা জান্নাত (৭) নামে এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে।
গত বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আরিঞ্জা বাপের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহত শিশু সাইমা জান্নাত ওই এলাকার জসীম উদ্দিনের বড় মেয়ে। জসীম উদ্দিন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডে কর্মরত।
নিহত শিশুর এক চাচা মাহমুদুল হাসান জানান, গত বুধবার সকাল সাড়ে ৯টার সময় বাড়ির অন্যান্য বাচ্চাদের নিয়ে বাড়ির সামান্য দূরে বিলের মধ্যে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। এ সময় অসতর্কতাবশত শিশু সাইমার পরনের কাপড়ে আগুন ধরে যায়। বাচ্চাদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার দিন দুপুর ১টার সময় তারা চমেক পৌঁছান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। কুমিল্লা পৌঁছালে অবস্থা গুরুতর হলে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড