খলিল উদ্দিন ফরিদ, ভোলা
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
ছাত্রলীগরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তোফায়েল আহমেদও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের সঞ্চালনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড