তুষার আহমেদ, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ৪ জানুয়ারি বুধবার নগরীর ২নং রেলগেট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।
জানা গেছে, রেলের ডাবল লাইন প্রকল্পের কাজে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, রেল লাইনের দুই পাশে যত স্থাপনা রয়েছে সকল স্থাপনাই অবৈধ। এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। যার কারণে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
নারায়ণগঞ্জ রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলছে। অবৈধ স্থাপনা বা দোকান কোনোটাই ছাড় দেওয়া হবে না।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড