এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬’শ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম শহীদুল্লাহ (৩৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবিনা এলাকার আবুল কালামের পুত্র।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর ফকিরবাড়ি রাস্তার মুখে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ শহীদুল্লাহকে গ্রেফতার করে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুরে অভিযান চালায় মিরসরাই থানা পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাস তল্লাশি করে ইয়াবাসহ শহীদুল্লাহকে গ্রেফতার করা হয়। অভিযানে তার সাথে থাকা দুই হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদ পেয়ে স্টার লাইন পরিবহনের বাসে তল্লাশি করে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড