সোহেল রানা, সিরাজগঞ্জ
রাতের অন্ধকারে নিজের ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন এ দণ্ডাদেশ দেন।
এর আগে গত সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি এলাকায় অভিযানটি চালানো হয়। দণ্ডপ্রাপ্ত শফিকুল উপজেলার নাইমুড়ি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, রাতের অন্ধকারে নিজের ফসলি জমি কেটে পুকুর খনন করছিলেন শফিকুল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে শফিকুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড