নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে চারশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল (২৮) ও খোকন চন্দ্র সূত্রধর' নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে শহরের বাজার এলাকার পৌরসভার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. জুয়েল ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ও খোকন চন্দ্ৰ সূত্রধর কটিয়াদী উপজেলার সহশ্রাম গচিহাটা গ্রামের গোপাল চন্দ্র সূত্রধরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মো. জুয়েল (২৮) ও খোকন চন্দ্র সূত্রধরকে গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির উপ-পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, আমরা ভৈরব বাজারের একটি ভাড়াটিয়া বাসা বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় একটি রুমে তল্লাশি করে ২টি প্যাকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড