রফিক, গাইবান্ধা
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুনর্ঘোষিত গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় শুরু হওয়া ভোট, চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। এ আসনে ইভিএম পদ্ধতিতে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে তিন লাখ ৩৯ হাজার ৯৮ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রে কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), বৈদ্যুতিক সরঞ্জাম ও নির্বাচনি সরঞ্জাম।
এ দিকে সকাল থেকে ঘন কুয়াশা আর শীতে সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কেন্দ্র ভোট দিতে পুরুষ ভোটারের উপস্থিতি আরও কম। তবে সময় যত গড়াচ্ছে নারী ভোটারের সংখ্যা ততই বাড়ছে।
এবারের উপ নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মাহমুদ হাসান (রিপন), জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ, বিকল্প ধারার জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র নাহিদুজ্জামান ও সৈয়দ মাহবুবুর রহমান।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলছড়ি-সাঘাটার ১৭টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা-৫ আসন। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও কয়েক প্লাটুন র্যাব, অস্ত্রধারী আনসার সদস্য ছাড়াও এক হাজার ৩২০ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও এ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী গত বছরের ২৩ জুলাই মারা যান। আসনটি শূন্য ঘোষণা করে গত ১২ অক্টোবর এ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলাকালে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পান নির্বাচন কমিশন (ইসি)। পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ভোট গ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত করে বিভিন্ন পর্যায়ের ১৩৪ জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড