মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্রধারী একজন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম।
দৈনিক অধিকারের কাছে তিনি জানান, গতকাল রবিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার সময় এসএম রউফ বুলবুলের নেতৃত্বে টেকনাফ থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করিয়া টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ নয়াপাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এপিবিএন পুলিশের গেইটের সামনে ব্রিজের সাথে পাকা রাস্তার উপর থেকে একজন অস্ত্রধারী রোহিঙ্গা শরণার্থী আক্তার ফারুক (রোহিঙ্গা) (২০), পিতা- মো. মনু প্রকাশ মনু খলিফা, সাং- নয়াপাড়া মোচনী ক্যাম্প, ব্লক- বি, এমআরসি- ৬১৩৩৭, শেড- ১০১১/১, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড