সুমন খান, লালমনিরহাট
লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার ভোরে ৮/১০ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী সীমান্তের ৮৪৩নং মূল পিলার দিয়ে ভারতের একশ গজ অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় ভারতের ৯৮ বিএসএফের চ্যাংড়া বান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন অন্যরা পালিয়ে আসলেও বিপ্লব মিয়া (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বিপ্লব পাটগ্রাম উপজেলার ধবলসুতী গ্রামের রশিদুল ইসলামের পুত্র।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড