• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে হাজার আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল নির্মাণের কাজ স্তিমিত

  শফিয়েল আলম সুমন (ময়মনসিংহ)

২৮ ডিসেম্বর ২০২২, ১২:২০
ময়মনসিংহে হাজার আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল নির্মাণের কাজ স্তিমিত

ময়মনসিংহে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট জেলা পরিষদের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের কাজ করোনায় স্তিমিত করে দিয়েছে। প্রথম দিকে ৮ নভেম্বর ২০১৮ সালে শর্ত মোতাবেক ৯১২ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও করোনায় তা সম্ভব হয়নি।

দ্বিতীয় মেয়াদে এ কাজ শম্বুক গতিতে চলছে। হল রুমটি নির্মাণ সম্পন্ন হলে এটি প্রথম এক হাজার আসনের হল রুম।

ময়মনসিংহে এ প্রথম স্থানীয় সরকার বিভাগ ও ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে শহরের পাটগুদাম এলাকায় ৮৯ শতাংশ জায়গায় এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম–মাল্টি পারপাস হল নির্মাণ কাজ ৮ নভেম্বর ২০১৮ সালে রুটস মার্কস (জেভি) নামক প্রতিষ্ঠানকে ১৭ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা চুক্তিতে প্রদান করা হয় ঐ প্রতিষ্ঠানটি ৮ মে ২০২১ অর্থাৎ (৯১২) দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও করোনায় তা সম্ভব হয়নি। 

প্রতিষ্ঠানটিকে ৩০ ডিসেম্বর ২০২৩ এ সময় বাড়িয়ে দেয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে; তবে কাজের মান নিয়ে স্থানীয় অনেকে প্রশ্ন তুলেছে। ময়মনসিংহে হল রুম আরও কয়েকটি থাকলেও এক হাজার আসন বিশিষ্ট হল রুম এটি প্রথম। 

এ রকম বড় হল বিভাগীয় শহরে না থাকায় বড় সামাজিক ও প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠান অথবা বাধ্য হয়ে ৭৫০ আসন বিশিষ্ট পাবলিক হল ব্যবহার করতে হতো এতে অনুষ্ঠানে সৌন্দর্য লোকে গিজগিজ করতো।

এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার জানান, ময়মনসিংহে এক হাজার আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল রুম বিভাগীয় শহরে প্রয়োজনীয়তা ভেবে জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ইউসুফ খান পাঠানের উদ্যোগে ময়মনসিংহ শহরে নির্মিত হচ্ছে। এছাড়া কর্মজীবী মহিলা হোস্টেল কাম বাণিজ্যিক ভবন নির্মিত হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড