• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

  শিমুল হাসান, নড়াইল

২৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৪
গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
মরদেহ উদ্ধার করা হচ্ছে (ছবি : অধিকার)

গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সকালে কাড়ার বিল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে ৬-৭ জনের চোরচক্র গরু চুরি করতে যায়। গোয়াল থেকে গরু নিয়ে যাবার সময় একটি বাছুর ডাকাডাকি শুরু করে। বাছুরে ডাকে গরুর মালিক রেবো বিশ্বাসের ঘুম ভেঙে যায়। তখন তিনি বেরিয়ে এসে গোয়ালে দুটি গরু দেখতে পায়নি। তখন চোর চোর বলে চিৎকার দিলে প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসে। তখন চোরেরা পালানোর চেষ্টা করে।

পরে গ্রামবাসীরা ধাওয়া করলে চোরেরা বীড়গ্রামের উত্তর পাশের বিলে নেমে পড়ে। গ্রামবাসী নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের উজিরপুর পল্লী বিদ্যুতের উপ কেন্দ্রের পূর্বপাশে একজন চোরকে ধরে ফেলে। অপর একজন চোরকে বিদ্যুৎ উপকেন্দ্রের কিছুটা দুরে সরিষা ক্ষেতের মধ্যে গিয়ে ধরে ফেলে। বিক্ষুদ্ধ গ্রামবাসীর গণধোলাইয়ে দুজনেরই মৃত্যু হয়।

নিহত একজনের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম- মো. আসাদুল শেখ। পিতার নাম মো. গফুর শেখ। মাতার নাম আরোফা বেগম। ঠিকানা- গ্রাম জাড়িয়া বারুইডাঙ্গা, ডাকঘর- লখপুর- ৯২৪১, ফকির হাট, বাগেরহাট। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে একই এলাকার বাসিন্দা হতে পারেন।

বীড়গ্রামের সুশীল বিশ্বাসের স্ত্রী রচনা বিশ্বাস জানান, এক মাস আগে প্রথমে তার একটি গরু চুরি হয়েছে। এরপর একই গ্রামের হরিচানের গরু চুরি হয়েছে। এছাড়া মুশুড়িয়াসহ বিভিন্ন এলাকার মানুষের গুরু চুরি হয়েছে। চোরেরা পিকআপ নিয়ে এসে গরু চুরি করে নিয়ে যায়।

উজিরপুর গ্রামের আমিরোন নেছা জানান, এলাকায় একের পর এক গরু চুরি হওয়ার কারণে এখন পাহারা দেয়া হচ্ছে। অধিকাংশ গরুর মালিক রাতে জেগে পাহারা দেয়। গত রাতে গরু চুরির ঘটনার পর গরুর মালিকের চিৎকারের সাথে সাথে লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েছে। এইসব চোরদের দিনের বেলায় ফেরী করতে এলাকায় দেখেছি।

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, নড়াইল সদর উপজেলার কলোড়াসহ বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য এলাকাবাসীকে সচেতন করা হয়। অনেক এলাকায় পাহারা বসানো হয়। কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাবাসী চোরদের ধরে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে। নিহত দুজনের মৃতদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড