• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

থ্রি-হুইলারমুক্ত মহাসড়ক নিশ্চিতে তৎপর পুলিশ 

  সোহেল রানা, সিরাজগঞ্জ

২৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩৭
থ্রি-হুইলারমুক্ত মহাসড়ক নিশ্চিতে তৎপর পুলিশ 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে মহাসড়ককে থ্রি-হুইলারমুক্ত করার মিশনে নেমেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। ফলে গত দুই মাসে পুলিশ ৫শ টি থ্রি-হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

সংশ্লিষ্টরা জানান, এ অভিযানের কারণে ওই মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল কমে গেছে। এ ধারা অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা হ্রাসসহ আহত-নিহতের সংখ্যাও কমবে।

জানা যায়, গত দুই মাসে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদররুল কবির নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে নিয়মিত এসব অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহনে মামলা করেন। এতে করে বিগত সময়ে তুলনায় মহাসড়কে অবৈধ যানবাহন থ্রি-হুইলার চলাচল কমার কারণে ঘটিত সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার শূন্যর কোঠায় নেমে এসেছে বলে দাবি করে হাইওয়ে থানা পুলিশ।

মহাসড়ক নিরাপদ রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিব।

মহাসড়কে নিরাপদ রাখতে এসব অবৈধ যানবাহন বন্ধে আরও সোচ্চার ভূমিকা পালন করবে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ; এমনটাই দাবও করেন হানিফ এন্টার প্রাইজের চালক মফিজ মিয়া ও বিভিন্ন দূরপাল্লার পরিবহনের চালকেরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড