• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০  |   ২১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট 

  হামিদ রনি, নোয়াখালী

১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪০
নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট 
নোয়াখালী প্রেসক্লাব (ছবি : অধিকার)

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনি কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক কর্তৃক ভোটার তালিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন স্থগিতের বিষয়টি ব্যারিস্টার সানজিত সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের পাশাপাশি ভোটার তালিকাও স্থগিত করা হয়েছে। রবিবার রিটের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত সোমবার (১৩ ডিসেম্বর) নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন প্রেসক্লাবের চলমান কমিটির সভাপতি। জানতে চাইলে রিটকারীর আইনজীবী সানজিত সিদ্দিকী বলেন, নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জেলা প্রশাসক হস্তক্ষেপ করতে পারেন না। পরে এসব গ্রাইন্ড শুনে আদালত এই আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালে এই প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড