• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পৈত্রিক সম্পত্তিতে উচ্ছেদ অভিযান চালানোয় উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত পরিবার 

  রাফিকুর রহমান লালু, রাজশাহী

১৮ ডিসেম্বর ২০২২, ১১:৪৪
পৈত্রিক সম্পত্তিতে উচ্ছেদ অভিযান চালানোয় উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত পরিবার 

রাজশাহীতে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান চলাকালে পৈত্রিক সম্পত্তিতে অভিযান পরিচালনা করে বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার বেলা বারোটায় রাজশাহী মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের ক্ষতিগ্রস্ত রাবেয়া খাতুনের দাবি, গত ১২ ডিসেম্বর সড়ক ও জনপথ রাজশাহী বিভাগের উচ্ছেদ অভিযান, রাজশাহীর বাইপাস মোড় খড়খড়িতে পরিচালিত হয়। এদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন- পবা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সরকার।

এ সময় ভুক্তভোগী পরিবারটি জমির বৈধ কাগজপত্র অভিজিৎ সরকারকে দেখালেও তিনি তার কর্ণপাত না করে বাড়িতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, পরে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের নির্দেশে তিনি বাড়িতে উচ্ছেদ অভিযান স্থগিত করেন। ততক্ষণে ওই ভুক্তভোগী পরিবারের প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।

এ ব্যাপারে পবা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড