• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্বৃত্তদের কোপে সাবেক ইউপি সদস্যের হাত-পা কর্তন

  শিমুল হাসান, নড়াইল

১২ ডিসেম্বর ২০২২, ১৬:১৫
দুর্বৃত্তদের কোপে সাবেক ইউপি সদস্যের হাত-পা কর্তন

নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আকবর হোসেন লিপন শেখের (৪৪) ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত ও ডান পা কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মঙ্গলহাটা গ্রামের উত্তরপাড়ার জামে মসজিদের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার লিপন মঙ্গলহাটা গ্রামের নুর মিয়া শেখের ছেলে ও মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মো. আকবর হোসেন লিপন সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলছিল।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক মেম্বর মো. আকবর হোসেন লিপন ও সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল চেয়ারম্যান পদে পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দুজনেই পরাজিত হলেও সাবেক মেম্বর লিপন সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের চেয়ে বেশি ভোট পান। এরপর থেকেই দুদলের বিরোধ চরমে ওঠে।

মূলত এই বিরোধের জেরে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে লিপন মধ্যপাড়ায় একটি মিটিং শেষে বাড়ি ফেরার পথে উত্তরপাড়ার জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং ডান পায়ে উপুর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গ্রামবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

লিপনের আত্মীয়-স্বজনরা জানান, লিপনের ডান পাও বিচ্ছিন্ন প্রায়। চামড়ার সাথে ঝুলে আছে। অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, সাবেক ইউপি সদস্যের বিচ্ছিন্ন হওয়া হাতটি সোমবার সকালে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড