• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বড় পর্দায় খেলা দেখানো নিষিদ্ধ

  মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

১০ ডিসেম্বর ২০২২, ১১:৩৪
বড় পর্দায় খেলা দেখানো নিষিদ্ধ
বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে (ফাইল ছবি)

চলতি ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হলেও এর উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশেও। অনেকেই প্রিয় দলকে ভালোবেসে বাড়ির ছাদে পতাকা টাঙিয়েছেন, আবার অনেকেই নিজের বাড়িকে প্রিয় দলের পতাকায় রাঙ্গিয়েছেন। বিভিন্ন মানুষজন আবার একসঙ্গে আনন্দে মেতে থাকার জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন।

ঠিক তেমনি বিশ্বকাপকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে ফুটবলপ্রেমীরা। আজ থেকে শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল খেলায় প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এসব খেলা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানগুলোতে বড় পর্দায় দেখানোর কথা থাকলেও তা নিষিদ্ধ করেছে পুলিশ।

বিষয়টি গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এর আগে এদিন দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশ দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বড় পর্দায় খেলা দেখাকে কেন্দ্র করে বিভিন্ন স্পটে অনেক মানুষ জমায়েত হয়। এসব স্পটে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামীকাল ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাই নিরাপত্তা আরও জোরদার করতেই বড় পর্দায় খেলা দেখা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড