মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের মৌচাক এলাকায় টানা তৃতীয় দিনের মতো চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত কারও আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছেন তারা।
পুলিশ জানান, গতদিনের তুলনায় আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সড়ক দিয়ে চলাচলরত প্রাইভেট-কার, সিন এন জি, মোটরসাইকেল, রিকশাসহ দূরপাল্লার বিভিন্ন বাস থামিয়ে ভালো করে তল্লাশি করছে করা হচ্ছে।
দূরদূরান্তের যাত্রীদেরকে নানান প্রশ্ন করা হচ্ছে বলে জানান যাত্রীরা। তবে তল্লাশি করে সকাল থেকে এ পর্যন্ত কিছু পায় নেই পুলিশ। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, কেউ যেন মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের এই তল্লাশি অভিযান চলছে।
গাড়ী ভাঙচুর বাঁ গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতা যেন কেউ না ঘটাতে পারে সে জন্য আমরা চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছি।
তিনি আরও বলেন, আপাতত মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন হলে চেকপোস্ট বাড়িয়ে দেওয়া হবে। আমাদের এ তল্লাশি অভিযান চলতে থাকবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড