সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানা বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা আব্দুল মমিন সরকারকে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে ও আব্দুল আলিমকে বুধবার রাতে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রায়গঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল মমিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করীম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার মিরপুর থেকে বুধবার রাতে সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড