সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার বিকালে কড্ডার মোড়ে রংপুর-ঢাকাগামী সাদা ট্রান্সপোর্ট আনলিমিটেড নামক বাসে অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম (২৯) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভিমপুর তালপাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নেতৃত্বে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড