• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছোটর ছোট যন্ত্রণা, বড়র বড় যন্ত্রণা : এমপি মমতাজ

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ)

০৫ ডিসেম্বর ২০২২, ১৪:০৮
ছোটর ছোট যন্ত্রণা, বড়র বড় যন্ত্রণা : এমপি মমতাজ

ছোটর ছোট যন্ত্রণা আর বড়র বড় যন্ত্রণা। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আমরা এবং বড় নেতারা হয়তো জেলে থাকব। কিন্তু আপনারাও ঘরে থাকতে পারবেন না। তারা ঘরে শান্তিতে থাকতে দিবে না। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্বের বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটাই বলেছেন মমতাজ বেগম এমপি।

তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে বলেন, আমরা এখনো কিছুই বলিনি। ওরা কোলের মধ্যে বসে ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার করে খাইতেছে। আমরা কিন্তু কিছু দেখি না। তবে বেশি বাড়াবাড়ি করলে এগুলো আমরা দেখবো। তিনি ১০ তারিখে বিএনপির নৈরাজ্য মোকাবেলা করার জন্য শহীদ রফিক সেতু এলাকায় অবরোধ সৃষ্টি করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

গতকাল রবিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি।

এছাড়াও ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ধামরাই উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মিজানুর রহমান মিজান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মিয়া ফটো, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলী ইস্কান্দার, প্রফেসর কুদ্দুসুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সায়েদুল ইসলাম, পৌরসভার মেয়র আবু নাঈম মোহাম্মদ বাশার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, মানিকগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, সিংগাইর উপজেলার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলসহ মানিকগঞ্জ জেলা ও সিংগাইর উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড