• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সপ্তাহের ব্যবধানে তিন চুরি-এক ডাকাতি, জনমনে আতংক

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর

০৩ ডিসেম্বর ২০২২, ১৬:৫৪
সপ্তাহের ব্যবধানে তিন চুরি-এক ডাকাতি, জনমনে আতংক

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে গত এক সপ্তাহের ব্যবধানে ৩টি চুরি ও এক রাজনৈতিক নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। একের পর এক বাসাবাড়ি ও গ্রামাঞ্চলে চুরি-ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

অব্যাহত এসব ঘটনায় এলাকার মানুষকে এখন প্রায়ই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সর্বশেষ শুক্রবার (২ ডিসেম্বর) গভীর রাতে উত্তর মিঠাখালী গ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজউদ্দিন আহম্মেদ এর বাসাবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়।

এ দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিনের বাড়ি দুর্ধর্ষ চুরি ও উপজেলার পাঠাকাটা গ্রামে সামসুল হকের ছেলে সুমনের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোররা। চলতি সপ্তাহে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বীরেন্দ্র নাথ শিকদারের ছেলে বিধান মাস্টারের ঘরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

এছাড়া গত মাসে পৌর শহরের ৮নং ওয়ার্ডে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. মারুফুজ্জামান এর বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পুলিশ প্রকৃত চোর-ডাকাতদের আটক করতে না পারায় তারা বেশ বেপরোয়া হয়ে উঠছে।

তাজউদ্দিন আহম্মেদ জানান, রাতে ফুটবল খেলা দেখে শুয়ে পরলে ৩ টার দিকে ৬-৮ জনের সংঙ্ঘবদ্ধ ডাকাত দল কৌশলে পাকা ভবনের নিচতলার পিছনের দরজা খুলে ঘরে ঢুকে দোতালায় গিয়ে তাঁকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে, নগদ ৭৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, ২ টি মোবাইলসহ বিভিন্ন মামলামাল নিয়ে যায়।

রুহুল আমিন জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ঘরের সামনে এসে দরজা খোল দেখেন। পরে দেখতে পান টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুর্ধর্ষ চোর সদস্যরা ঘরে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে গেছে। তার লক্ষাধিক টাকার মামলামাল খোয়া গেছে।

সুমন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় খাবারে খেয়ে পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে গোয়াল ঘরে এসে দেখতে পান ৮টি গরুর মধ্যে ৩টি বড় গরু গোয়াল ঘরের বেড়া ভেঙে চোর সদস্যরা নিয়ে গেছে।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শীঘ্রই ডাকাত সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হবো। সাবেক কাউন্সিলর রুহুল আমিন অজ্ঞাত চোরের বিরুদ্ধে মামলা করেছেন। সকল প্রকার অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড