• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষার দিন প্রধান শিক্ষকের কুনজরের বলি শিক্ষার্থী

  জে রাসেল, ফরিদপুর

০৩ ডিসেম্বর ২০২২, ১৬:০১
পরীক্ষার দিন প্রধান শিক্ষকের কুনজরের বলি শিক্ষার্থী
ভুক্তভোগী শিক্ষার্থী ও শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজ (ফাইল ছবি)

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে (৫৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।

৭ম শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় ২ ডিসেম্বর ভাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এর পূর্বে গত ১ ডিসেম্বর বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের পিতা আক্কাস শেখ শ্লীলতাহানির অভিযোগ এনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

সাখাওয়াত হোসেন জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপটি গ্রামের জমশেদ মাতুব্বরের ছেলে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বেলা ১২টার দিকে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার অপরাধে ম্যাডাম সর্বাণী সাহা তার খাতা নিয়ে যান। প্রায় এক ঘণ্টা ওই শিক্ষার্থীর খাতাপত্র আটকে রাখা হয়।

মেয়েটি কান্নাকাটি করলে ম্যাডাম সর্বাণী সাহা বলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়ে অনুমতি নিতে হবে। অনুমতির জন্য ওই শিক্ষার্থী প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের কাছে গেলে তিনি ওই শিক্ষার্থীকে তার রুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড