• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাই সেনাজোনের আয়োজনে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি 

‘শান্তির নামে অশান্তি সৃষ্টি করলে কেউ ছাড় পাবে না’

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

০৩ ডিসেম্বর ২০২২, ১০:০০
‘শান্তির নামে অশান্তি সৃষ্টি করলে কেউ ছাড় পাবে না’
পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর উদযাপন করা হচ্ছে (ছবি : অধিকার)

রাঙ্গামাটি কাপ্তাই সেনাজোন এলাকায় কেউ অশান্তি সৃষ্টি করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী সব সময় শান্তি, উন্নয়ন ও সর্বদা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন আয়োজনে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, মটর শোভাযাত্রা কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে শুরু করে শহীদ আফজাল হলে শেষ হয়।

এবার প্রতিপাদ্য বিষয় ছিল ‘ঐক্যের মাঝে শান্তি পাই পাহাড়ি বাঙালি ভাই ভাই’। কাপ্তাই সেনাজোন অধিনায়ক লে. কর্নেল মো. নূর উল্লাহ জুয়েল (পিএসসি) শান্তির পায়েরা ও রঙিন পতাকা উড়িয়ে শান্তি চুক্তির ২৫ বছর উদ্বোধন করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল বলেন, কাপ্তাই জোন এলাকায় কেউ এক বিন্দু অশান্তি সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবে না। পাহাড়ে বর্তমান সরকার উন্নয়ন করে চলছে। কেউ উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা সর্বদা শান্তি-শৃঙ্খলায় নিয়োজিত রয়েছি। আসুন আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে পার্বত্য এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।

এ সময় বক্তব্য রাখেন- রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ভাইজ্যাতলী হেডম্যান থোয়াই অং মারমা।

আয়োজনটিতে উপস্থিত ছিলেন- জোনের উপ অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন, অধিনায়ক, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, স্কুল শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, পাহাড়ি-বাঙালিসহ এলাকার সর্বস্তরের লোকজন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড