আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী নবগঠিত সকল সদস্যের সাথে সৌজন্যে সাক্ষাত করেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।
এ সময় হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে সভায় স্কুলের গুণগত উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ সেই সাথে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করা হয়।
সভা শেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূর জাহান এর মেয়ে নূর তাবাসসুম নিশাত হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হতে এবার এস, এস, সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ পাওয়ায় সবাইকে মিষ্টিমুখ করান।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড