এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে প্রস্তাবিত একতা স্যানিটারি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অংশগ্রহণে অর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমবায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে চুনারুঘাট উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও আই ডি ই বাংলাদেশের স্যানমার্কএস-২ প্রকল্পের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একতা স্যানিটারি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দিদার হোসেনের পরিচালনায় প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা সমবায় কর্মকর্তা কান্তিভূষণ সেন গুপ্ত ও আই ডি ই বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. রোকুনুজ্জামানসহ অনেকেই।
সমবায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাক-নিবন্ধন প্রশিক্ষণে ২৬ জন পুরুষ ও দুইজন মহিলাসহ সর্বমোট ২৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর আগে আমুরোড দক্ষিণ বাজারে একতা স্যানিটারি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিস উদ্বোধন করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড