সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছারমাথা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হন।
গতকাল বুধবার দুপুরে পূর্বাচল উপ শহরের জলসিড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই শাওন জানান, বুধবার দুপুরে ইটবাহী একটি ইছারমাথা ইছাপুরা বাজারের দিকে যাওয়ার পথে পূর্বাচল উপশহরের জলসিড়ি ভূঁইয়া বাড়ির পাশে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়।
এতে শিশুসহ একই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরবর্তীকালে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, এ ঘটনায় ইছারমাথার হেলপার আইয়ুবকে আটক করা হলেও ড্রাইভার মিন্টু পালিয়ে যান।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড