সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে আজিজুল ভুঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আজিজুল ভুঁইয়া জানান, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় তাদের একটি পাঁচতলা বাড়ি রয়েছে। সেখানেই তিনি পরিবার নিয়ে দ্বিতীয় তলায় থাকেন। মঙ্গলবার রাত দিবাগত রাত ২টার দিকে ৪-৫ জনের মুখোশধারী একদল ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে থাই গ্লাসের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করেন।
তিনি আরও জানান, এ সময় ডাকাতদলের সদস্যরা আজিজুল ভুঁইয়া, মা আজেল বানু ও স্ত্রী আঁখি আক্তারকে হাত-পা ও মুখ বেধে অস্ত্রে মুখে জিম্মি করে ফেলে। এসময় ডাকাত তার বাড়ি থেকে নগদ ৩ লাখ ৮৫ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদল চলে আজিজুল ভুঁইয়া জরুরী নাম্বার ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদলকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড