নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে লাগা আগুন আজ মঙ্গলবার সকাল সাড়ে ১২টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনচার্জ বেলাল আমিন সাংবাদিকদের বলেন, গত রাত ১২টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট যায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানিয়েছেন, এখন যে অবস্থায় আছে তাতে আগুন অন্য কোথাও ছড়ানোর আশঙ্কা নেই। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ দিকে প্রাথমিকভাবে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শামীম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক। তিনি বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ সামনে আরও বাড়তে পারে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড