• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা 

  নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

২৮ নভেম্বর ২০২২, ১৫:৩১
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা 

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ৮৩নং চরভূলুয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ ও আলোচনা সভা হয়েছে।

উপজেলার এলজিএসপি-৩ এর অর্থায়নে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ তুলে দেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এইচ. এম খালেকুজ্জামান।

সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে ও পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি রেজিস্টার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মো. এনামুল হক, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, ১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক, এস এম আলমগীর, সংরক্ষিত মহিলা সদস্য সানোয়ার আক্তার, সোহেল সরকার প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড