• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনার সমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

  শেখ শান্ত ইসলাম, খুলনা

২৬ নভেম্বর ২০২২, ১৪:১১
খুলনার সমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

খুলনায় বিএনপির গণসমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপির নেতা সাজ্জাদুর রহমান জিকোর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জিকো ফুলতলা উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং মৃত শেখ শওকত হোসেনের ছেলে।

গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশে আসার পথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, খুলনার গণসমাবেশ ভণ্ডুল করতে গণপরিবহন বন্ধসহ নানা ষড়যন্ত্রে সফল হতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছিলেন।

ওই দিন গণসমাবেশে আসার পথে ফুলতলার ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাজ্জাদুর রহমান জিকোকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তার মাথায় ১২টি সেলাই দেন চিকিৎসকরা। দীর্ঘদিন চিকিৎসার পর বাড়িতে ফিরলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা তাকে আবার মারধর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন। শুক্রবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

খুলনা নগর বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি হতেই হবে। সাজ্জাদুর রহমান জিকোর হত্যার প্রতিবাদে আগামী ২৮ নভেম্বর বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ও নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড