• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

তিন দিনের রিমান্ডে নলডাঙ্গার চেয়ারম্যান

  আনোয়ার পারভেজ, নাটোর

২৩ নভেম্বর ২০২২, ১৭:১৪
তিন দিনের রিমান্ডে নলডাঙ্গার চেয়ারম্যান
নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ (ফাইল ছবি)

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সালকে আজ বুধবার দুপুরে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাইদের পিটুনিতে আহত উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন গত ২৩ সেপ্টেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আসাদ ও তার দুই ভাইসহ অজ্ঞাতদের আসামি করে ছাত্রলীগ নেতার মা নলডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর চেয়ারম্যান আসাদ তার ভাই ফয়সালসহ আত্মগোপনে থাকলেও ছোট ভাই আলীম শাহ পুলিশের হাতে আটক হয়।

পরে গত ৪ অক্টোবর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য জামিন নিয়ে চেয়ারম্যান আসাদ তার ভাই ফয়সাল এলাকায় আসেন। এলাকায় আসার পর দুপক্ষের সংঘর্ষে তিনি আহত হন এবং পালটা পালটি আরও দুটি মামলা হলে চেয়ারম্যান আসাদ ও তার ভাই গত ৩১ অক্টোবর জামিন নিতে গিয়ে আটক হন।

মামলার তদন্ত কর্মকর্তা নলডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী চেয়ারম্যান আসাদের সাত দিনের রিমান্ড আবেদন করলে নলডাঙ্গা আমলী আদালতের বিচারক আশরাফুন নাহার রিটা উভয় পক্ষের বক্তব্য শুনে চেয়ারম্যান আসাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা নলডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী জানান, বুধবার বিকেলেই নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সালকে কারাগার থেকে রিমান্ডের জন্য নলডাঙ্গা থানায় নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড