• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী দম্পতিকে মারধর

  সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ)

২৩ নভেম্বর ২০২২, ১২:৩৭
জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী দম্পতিকে মারধর

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে এক প্রতিবন্ধী দম্পতিকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া গ্রামে ঘটেছে।

আহতরা হলেন- কাঁশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের প্রতিবন্ধী এরশাদ আলী (৬৬) এবং তার স্ত্রী তারা বানু (৪২)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দিয়েছেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে নাপিতপাড়া গ্রামের প্রতিপক্ষ মৃত শুকুর আলীর ছেলে রমজান আলীসহ ৮ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি জবর দখল এবং মারপিটের ঘটনায় প্রতিকার চেয়ে অভিযোগ করার পর থেকে অধ্যবধি প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি অব্যাহত রাখায় তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এমতাবস্থায় তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে মান্দা থানার ওসি তদন্ত মেহেদী মাসুদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড