• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

  রফিক, গাইবান্ধা

২২ নভেম্বর ২০২২, ১৪:৩০
গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকসহ নবনির্বাচিত সকল সদস্য দায়িত্বভার গ্রহণ করেছেন।

গতকাল সোমবার (২২ নভেম্বর) দুপুরে এই দায়িত্বভার তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার। প্রথমেই জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাসহ পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে তিনি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে জেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- গাইবান্ধা-২ সাদুল্লাপুর-পলাশবাড়ি আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খান মো. শাহরিয়ার বিপ্লব, পলাশবাড়ি উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সুন্দরগঞ্জের মেয়র আশরাফুল আলম লেবু, গোবিন্দগঞ্জের মেয়র মোক্তাদির রহমান রাফি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সভাপতি সর্দার শাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও দেশ নেতৃ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, সবাইকে সাথে নিয়ে গাইবান্ধা জেলা সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড