সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলোচিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বজলুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে র্যাব-১-এর অভিযানিক একটি দল তাকে গ্রেফতার করে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে র্যাবের উপর হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বজলুর রহমান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ড এলাকার নাদের বক্সের ছেলে।
পুলিশের হিসাবে তিনি হত্যাসহ অন্তত ১০টি মামলার আসামি। তার বিরুদ্ধে পুলিশ ও র্যাবের ওপর হামলার অভিযোগও রয়েছে। স্থানীয়ভাবে তাকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক মনে করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড