• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাড়ির রাস্তা অবরুদ্ধ করায় ভুক্তভোগীর প্রতীবাদ 

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

১৬ নভেম্বর ২০২২, ১৪:২০
বাড়ির রাস্তা অবরুদ্ধ করায় ভুক্তভোগীর প্রতীবাদ 

নিজ বাড়িতে প্রবেশের রাস্তা অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শামস পাড়া গ্রামের সাজু মিয়ার পরিবার। গতকাল মঙ্গলবার সকালে চিলমারী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজু মিয়ার স্ত্রী কনা বেগম।

জানা গেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের শামচপাড়া গ্রামের মোঃ বাহাল উদ্দিন (৫৫), মোছা: মমতাজ বেগম (৫০) ও মোঃ সাজু মিয়ার মধ্যে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ২৭ অক্টোবর উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় চিলমারী থানায় মামলা হলে সাজু মিয়ার স্ত্রী কনা বেগমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

সাজু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিবেশী বাহাল উদ্দিন গত ৮ নভেম্বর সাজু মিয়ার বসতবাড়ির সীমানা অতিক্রম করে একফুট ভিতরে দেয়াল নির্মাণ করে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এ দিকে বহাল উদ্দিন ১ ফুট জায়গা দখল করার সুযোগে আরেক প্রতিবেশী শ্রী স্বাধীন চন্দ্র বর্মণ দীর্ঘ ৩৫ বছরের চলাচলের ৪ ফুট রাস্তা ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেয়। এর ফলে পরিবারটি অবরুদ্ধ হয়ে পরে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলেও কোনো লাভ হয়নি বলে জানান তারা।

এর ফলে গত এক সপ্তাহ ধরে তারা নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। কোন্দল নিরসনের জন্য উপজেলার বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও সুবিচার পাননি বলে ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে কনা বেগমের স্বামী মোঃ সাজু মিয়া উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাহাল উদ্দিনও প্রতিবেশী শ্রী স্বাধীন চন্দ্র বলেন, আমাদের জায়গায় আমরা দেয়াল দিয়েছি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড