• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপ সহকারী পরিচালককে কুপিয়ে জখম

  কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা

১৫ নভেম্বর ২০২২, ১০:৩১
বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপ সহকারী পরিচালককে কুপিয়ে জখম
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি (ছবি : অধিকার)

চুয়াডাঙ্গার দত্তনগর খামারের উপ সহকারী পরিচালক মিজানুর রহমানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ফার্মের অংশের মধ্যে এ ঘটনা ঘটে।

পরে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত আজাদকে ধরতে অভিযান চালাচ্ছে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।

উপ সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, মঙ্গলবার কৃষিমন্ত্রী দত্তনগর ফার্ম পরিদর্শন করবেন। এ জন্য ফার্মের সীমানা প্রাচীর রঙ করাসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছিল। এ সময় ফার্মের কর্মী (মাস্টাররুলে নিয়োগপ্রাপ্ত) সামাউলের বিচুলি গাদাকে ফার্মের মধ্যে থেকে সরিয়ে নিতে বলি। এতেই ক্ষিপ্ত হয়ে কিছু বোঝার আগেই সামাউলের বড় ভাই আজাদ আমাকে ধারালো হেসো দাঁ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

এরপর আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আমাকে চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলনে, রোগীর বাম পায়ের দুই স্থানে ধারাল অস্ত্ররে কোপরে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অস্ত্রোপচারের জন্য অর্থপেডিক্স চিকিৎসকের নিকট পাঠানো হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, আগামীকাল ফার্মে কৃষিমন্ত্রী পরিদর্শনে আসবেন। তাই ফার্মে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। ফার্মের এক কর্মচারীকে বিচুলির গাদা সরিয়ে নিতে বললে তারই ভাই আজাদ ভুক্তভোগী মিজানুর রহমানকে কুপিয়ে জখম করে। এছাড়াও পূর্বে আজাদ ফার্মের তেল চুরি করলে মিজানুর রহমান তা উদ্ধার করেন। সেই থেকেই ক্ষিপ্ত ছিলেন আজাদ। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছি। অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড