• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশু সিয়ামকে বাঁচাতে প্রয়োজন ৬ লাখ টাকা

  সুমন খান, লালমনিরহাট

১৪ নভেম্বর ২০২২, ১৪:২০
শিশু সিয়ামকে বাঁচাতে প্রয়োজন ৬ লাখ টাকা

শিশু সিয়ামের বয়স মাত্র ৬ মাস। বাবার নাম রবিউল ইসলাম। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। দাদার নাম আকবর আলী। বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ির পূর্ব পাশে বাদিয়াটারী আবাসন এলাকায়।

শিশুটি জন্মগতভাবে হার্ট ব্লক, অতিরিক্ত রক্তক্ষরণ, কিডনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ডাক্তারদের পরামর্শ মতে, শিশু সিয়ামকে একটি অপারেশন মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। এ অপারেশনে সব মিলে প্রায় ৬ লাখ টাকার প্রয়োজন।

তবে রাজমিস্ত্রি রবিউল ইসলামের পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব নয়। ফলে দিনে দিনে তার শিশু সন্তান সিয়ামের অসুস্থতা বেড়ে যাচ্ছে।

চিকিৎসকদের মতে, তার যদি অপারেশন করা না যায় তাহলে দিনে দিনে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে।

রাজমিস্ত্রি রবিউল ইসলাম তার ৬ মাসের শিশু সন্তান সিয়ামের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন জানান, সিয়ামের বাবা রবিউল একজন রাজমিস্ত্রি। তার পক্ষে ৬ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব নয়। আমরা সমাজের বিত্তবান মানুষজন যদি এগিয়ে আসি তাহলে একটি শিশু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

উল্লেখ্য, শিশু সিয়াম বাঁচাতে তার বাবা রবিউলের সঙ্গে যোগাযোগের জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড