• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলের সামনে সড়কের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থীরা

  মো. কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)

১৪ নভেম্বর ২০২২, ১০:০১
স্কুলের সামনে সড়কের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থীরা
সড়কের বেহাল দশা (ছবি : অধিকার)

রাঙ্গামাটির কাপ্তাই স্কুল থেকে জাকির হোসেন স্ মিল পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স্ মিল ব্রিক সলিং সড়কটির সংস্কার কাজ এখনো হয়নি।

সংস্কারের অভাবে সড়কটির ইট, পাথর উঠে গিয়ে বেহাল ও গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন, স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীসহ প্রতি দিন-রাত হাজারেও লোকজন যাতায়াত করছে। গেল কয়েক বছর যাবৎ এটি সংস্কার না করায় ভাঙ্গা ও গর্ত সৃষ্টির ফলে যাতায়াতে হরহামেশা জনদুর্ভোগে ভুগছে এলাকাবাসী।

এলাকার নিজাম উদ্দিন, স্কুল শিক্ষার্থী সৌরভ, আয়েশা বলেন, এ পথে আমাদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। জরুরিভাবে এ সড়কটি সলিং করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, সড়কটি সংস্কারের বিষয়ে বাজেট বা প্রকল্প দেয়া হয়েছে। বাজেট আসলে এটি সংস্কার করা হবে বলে মন্তব্য করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড