• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

জেলের জালে পড়লো দুটি বিশাল পোয়া মাছ

  মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

০৯ নভেম্বর ২০২২, ১৬:৪৪
জেলের জালে পড়লো দুটি বিশাল পোয়া মাছ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে গণি নামে এক মাঝির জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের দুটি কাল জাতের পোয়া মাছ। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে মাছ দুটি ধরা পড়ে,দুপুর সাড়ে ১১টার দিকে ট্রলারে করে মাছ দুটি টেকনাফে আনা হয়।

মাছ দুটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে বিশ লক্ষ লাখ টাকা।

স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোয়া’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলী (এয়ার ব্লাডার)। এই বায়ুথলী দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোয়া মাছের আকাশচুম্বী দাম।

গণি মাঝি বলেন, মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে যাই। আজ ভোরে জালে দুটি বড় কালা পোয়া মাছ ধরা পড়ে। মাছ দুটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছ দুটির প্রাথমিক দাম চল্লিশ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন?

সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, দুটি পোয়া মাছ ধরার খবর পেয়ে দেখতে এসেছি। আসলে এ রকম মাছ দেখতে খুব ভালো লাগে। গণি মাঝি আগেও এ রকম বড় মাছ পেয়েছিল এবং এ মাছ দুটি পেয়ে তার পরিবার খুবই আনন্দিত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড