আব্দুল মান্নান রানা, ঝিনাইদহ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মথুরাপুর ও শৈলকুপায় উপজেলার দুধসরে আলাদা দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে। বাপ্পি শেখ (২৫) ও যশোর জেলার শহরের বাসিন্দা জামান হোসেন (৩৫)।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে ট্রাকে নিজের ট্রাক্টর নিয়ে যশোর ফিরছিলেন জামাল হোসেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আব্দুস সোবহান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোংলা থেকে রূপপুরগামী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকের সামনে বসে থাকা জামাল হোসেনসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল হোসেনকে মৃত বলে ঘোষণা করে। এরপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু নিয়ে হরিণাকুন্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলেন বাপ্পি শেখ। পথে সড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড