• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ডিস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

  মো. মাহাবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)

০৭ নভেম্বর ২০২২, ১৬:২১
ডিস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
উদ্ধারকৃত মরদেহ (ফাইল ছবি)

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

গত রবিবার রাতে উপজেলার গোলড়া আলাউদ্দিনের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

সাটুরিয়া থানার ওসি তদন্ত মো. মহব্বত হোসেন ডিস ব্যবসায়ী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আসামি সাকিবুল ইসলাম ও ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

সোমবার সকালে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। অন্যান্য আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আটজনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছে আরও কয়েকজন আসামি।

নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই আশরাফুল ইসলাম খান জানান, গোলড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের সাথে তার ছোট ভাই জাহাঙ্গীরের সাথে ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। গোলড়া এলাকায় লাইন টানা নিয়ে একাধিকবার বাকবিতর্ক হয়। এরই জেরে রবিবার রাতে দোলোয়ার ও ছেলে ময়মন হোসেন তাদের লালিত সন্ত্রাসীরা হত্যার ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানায়, নিহত জাহাঙ্গীর আলম ডিস বিলের মাসিক টাকা তোলার জন্য গোলড়া এলাকায় আসে রাতে। গোলড়া আলাউদ্দিনের বাড়িতে গেলে ওৎ পেতে থাকা দেলোয়ারের সন্ত্রাসী বাহিনী তাকে কয়েক দফায় মারধর করে আহত করলে সে মাটিতে লুটিয়ে পরে। ওই এলাকার গ্রাম পুলিশ সোহাগ মিয়া তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি জাগির ইউনিয়ন,সে মেঘশিমুল গ্রামের মজলিশ খানের ছেলে।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, জে,আর ইন্টারন্যাশনাল কেবল নামে প্রতিষ্ঠানটি ছিল জাহাঙ্গীর আলমের। সে ডিস ও ওয়াই ফাইয়ের গ্রাহকদের কাছ থেকে মাসিক টাকা তুলতে আসে। এর মধ্যে আরেক ডিস ব্যবসায়ী দোলোয়ারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন তার বড় ভাই। এ ঘটনায় নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড